Mentorship/ Consultancy
Mentorship with Salman Chowdhury
Most of the answers you’re looking for — ideas, business models, import knowledge — I already share in my videos. If you just focus and take action, that alone can be enough to start.
But still, many people keep asking: “Which business should I choose?” or “How do I really start importing?”. These aren’t questions I can solve in two lines. They need proper time, clarity, and commitment.
That’s why I created this mentorship — not for everyone, only for people who are ready to act. After you apply, my assistant will contact you to understand your goals. If I feel I can genuinely help you, I’ll personally call you to discuss further.
Through this mentorship, I’ll guide you step by step and give you a clear roadmap to start your business. I’ll stay with you until you take action and begin building real results.
✅ What you get: 1:1 access to me. I will show you everything and guide you step by step until you actually start something.
মেন্টরশিপ Details
ব্যবসা শুরু করার জন্য যে আইডিয়া, তথ্য আর দিকনির্দেশনা দরকার — আমি সেগুলো আগেই ভিডিওতে শেয়ার করি। মনোযোগ দিয়ে দেখলে এগুলো দিয়েই আপনি শুরু করতে পারবেন।
তবুও অনেকেই বারবার জানতে চায়: “আমি কোন ব্যবসা করব?” বা “চায়না থেকে ইম্পোর্ট শুরু করব কিভাবে?”। এই প্রশ্নগুলোর উত্তর ছোট কথায় সম্ভব নয়। এর জন্য দরকার সময়, বিস্তারিত আলোচনা আর আপনার আগ্রহ।
তাই এই মেন্টরশিপ আমি করেছি শুধু তাদের জন্য যারা সত্যিই কাজ করতে চায়। আপনি আবেদন করলে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রথমে আপনাকে কল করবে আপনার লক্ষ্য ও প্রয়োজন বোঝার জন্য। যদি মনে হয় আমি সত্যিই সাহায্য করতে পারব, আমি নিজে আপনাকে ফোন করব।
এই মেন্টরশিপের মাধ্যমে আমি আপনাকে একটি পরিষ্কার রোডম্যাপ দেবো ব্যবসা শুরু করার জন্য এবং ধাপে ধাপে গাইড করব যতক্ষণ না আপনি বাস্তবে কাজে নামেন।
✅ আপনি যা পাবেন: আমার সাথে ১:১ এক্সেস। আমি আপনাকে সব দেখাবো এবং সরাসরি গাইড করব যতক্ষণ না আপনি সত্যিই কিছু শুরু করেন।
⚠️ Important Notice
❌ If you don’t have money to invest in business, ❌ If you are not serious about your time and my time, → Please do not take this mentorship.
✅ I only want to give value to those who are ready to take it.
💡 The fee is only for my guidance. This mentorship does NOT guarantee that you will earn money. I will show you the way — but walking the path is up to you.
সহজ ভাষায়: যদি টাকা না থাকে, কাজের ইচ্ছা না থাকে, বা সময় নষ্ট করতে চান — এই মেন্টরশিপ আপনার জন্য না। আমি শুধু আপনাকে পথ দেখাবো, কিন্তু হাঁটতে হবে আপনাকেই।